মেহেরপুর প্রতিনিধ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর কলেজ মোড়স্থিত শহীদ স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
জেলা প্রশাসক সিফাত মেহনাজ প্রথমে জেলার পক্ষ থেকে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করেন।
এরপর মেহেরপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পৃথকভাবে পুষ্পমাল্য অর্পণ করে।ম
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, পৌরসভা, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের উদ্যোগে গণকবরেও পুষ্পমাল্য অর্পণ ও মোনাজাত করা হয়।
এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Discussion about this post