Print Date & Time : 11 May 2025 Sunday 1:50 am

মেহেরপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধে কর্মশালা

আব্দুল আলিম, মেহেরপুর: মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য মেহেরপুরের গাংনীতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে গাংনী উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  জেলা মাদকদ্রব্যে নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এমএ খালেক।

গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী , জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরিন আকতার,  জেলা কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার নাজমুল আলম, গাংনী প্রেসক্লাবের সভাপতি রমজান আলীসহ জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

দৈনিক দেশতথ্য//এল//