Print Date & Time : 21 July 2025 Monday 7:20 pm

মেহেরপুরে মাদকসহ যুবক আটক

মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ মেহেরপুরে হিরোইনসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
মঙ্গলবার (৬ডিসেম্বর) সকালের দিকে মেহেরপুর শহরের বড়বাজার এলাকায় মাছের আড়তের কাছ থেকে মাদকসহ খাজা মইনুদ্দিন চিশত ওরফে মুহিতকে আটক করা হয়। মুহিত মেহেরপুর শহরের ক্যাশব পাড়ার সুমন মন্ডলের ছেলে।

জানা গেছে, মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাশেমের নেতৃত্বে এসআই খসরু আল মামুন, এসআই রুহুল আমিনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা শহরের গড়ের পুকুর মাছের আড়তের কাছে অভিযান চালান। এসময় মুহিতকে গ্রেফতার করার পর তার নিকট থেকে ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দৈনিক দেশতথ্য//এসএইচ//