মেহেরপুর থেকে আঃ আলিম :মেহেরপুরে মাদক কারবারের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার গ্রেফতারকৃতদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে।
গোয়েন্দা পুলিশের ওসি জুলফিকার আলী জানান, আমঝুপি
বাজারের আকাশ সুস্টোরে বসে বাংলাদেশ ব্যাংকের অনুমতি ব্যতিত ই-ট্রানজেক্শন করে বেস্ট অব উইন২৪ ওয়েব সাইটের
মাধ্যমে অবৈধভাবে অর্থ উপার্জন করছে মর্মে অভিযোগের ভিত্তিতে এসআই অজয় কুমার কুন্ডু নের্তৃত্বে গোয়েন্দা
পুলিশের একটি টীম অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করা হয়। এরা হচ্ছে- আমঝুপি বাজারের পশ্চিম পাড়ার তেতুল দাসের ছেলেআকাশ দাস (২৩), দুর্জয় দাস (১৯) এবং কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিটন আমলা গ্রামের মনোরঞ্জনের ছেলে সুমনকুমার(২৪)। তাদের কাছ থেকে জব্দ করা হয় ৭টি দামী মোবাইল
ফোন সেট ও দুটি ল্যাপটপ। অপর দিকে গোয়েন্দা পুলিশের এসআই হাবিুরের নের্তৃত্বে একটি টীম মুজিবনগর পুরন্তপুর করালী মাঠ এলাকায় অভিযানচালিয়ে দারিয়াপুর গ্রামের আবেদ আলীর ছেলে মুকুলহোসেন(৪৫)কে গ্রেপ্তার করে। তার কাছ থেকে জব্দ করা হয় ১৫ গ্রাম হেরোইন।গ্রেপ্তারকৃতদেকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করলে থানা পুলিশতাদেরকে আদালতে প্রেরণ করে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post