মেহেরপুর প্রতিনিধি: নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে মহান মে দিবস।
আজ বৃহস্পতিবার সকালে জেলা ইউনিয়নের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে।
পরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রফ মুকুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ট্রাক-বাস,নির্মান, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের র্যালিটি সংগঠনের সভাপতি আকিব হোসেনের নেতৃত্বে শহর ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। একইভাবে জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগেও র্যালি ও সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শ্রমিকদের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানানো হয়। বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃত্বে এসব কর্মসূচি পালিত হয়।