Print Date & Time : 21 April 2025 Monday 4:53 am

মেহেরপুরে রোগাক্রান্ত ব্যাক্তি ও প্রতিবন্ধীদের হাতে হুইলচেয়ার এবং চেক প্রদান

মেহেরপুর সমাজ সেবা কার্যালয়ের উদ্যোগে ৭০ জন প্রতিবন্ধীকে একটি হুইলচেয়ার ও আরও ৭০ জন দুস্থ রোগাক্রান্ত ব্যাক্তিকে ৫০ হাজার করে ৩৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। রবিবার (০১ অক্টোবর) সন্ধার দিকে মেহেরপুর শিল্পকলা একাডেমিতে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ার ও চেক বিতরণ করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শামীম হোসেন এর সভাপতিত্বে হুইলচেয়ার ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা গ্রহিতাদের হাতে হুইলচেয়ার ও চেক তুলে দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর ১ আসনের সাংসদ ফরহাদ হোসেন।

এসময় তিনি বলেন, দেশের প্রতিবন্ধীদের বোঝা মনে না করে আমরা সকলেই তাদের সহায়তায় এগিয়ে আসি। সরকার প্রতিবন্ধীদের জন্য সব ধরনের সাহায়তা প্রদান করে যাচ্ছে। আজকে ৭০ জন প্রতিবন্ধীরা যাতে নিজেরা চলাফেরা করতে পারে সেই লক্ষে হুইলচেয়ার বিতরণ করা হলো। সেই সাথে ৭০ জন দুস্থ রোগাক্রান্ত ব্যক্তিদের ৩৫ লাখ টাকার চেক বিতরণ করা হলো। সরকার সব সময় জনগণের পাশে আছে।

অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসার কাজি মোহাম্মদ ফজলে রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিমসহ অনেকেই উপস্থিত ছিলেন।

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ অক্টোবর ২০২৩