মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ২০২৩-২৪ অর্থ বছরের খরিপ-২ ২০২৪-২৫ মৌসুমে প্রনোদনার কর্মসূচির আওতায় রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্য ১১০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন করা হয়েছে।
আজ বুধবার সকালে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্পাসারণ অধিদপ্তরের আয়োজনে এ বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রিতম শাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। এ সময় বক্তারা বিভিন্ন দিকনির্দেশ্যমূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী উপজেলা ভাইস চেয়ারম্যান ফারুক হোসেন সহ বিভিন্ন গ্রামের কৃষক উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে ১১০০ জন কৃষকের মাঝে রোপা আমন ধানের বীজ পাঁচ কেজি, ডিএপি স্যার ১০ কেজি,এমওপি ১০ কেজি স্যার বিতরণ করা হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৩ জুলাই ২০২৪