Print Date & Time : 21 August 2025 Thursday 5:51 am

মেহেরপুরে রোভার দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় দোয়া মোনাজাতের মধ্যে দিয়ে মেহেরপুরে পালিত হয়েছে রোভার দিবস। রবিবার (২৩ অক্টোবর) সকালে ৫ জন শহীদ রোভারের কবরে পুষ্পস্তবক অর্পন করা হয়।

জেলা রোভারের কমিশনার সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলামের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পন ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সম্পাদক ও ডিআরএসএল আনোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ হাজী রমজান আলী, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ, জেলা রোভারের সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, আহাম্মদ আলী টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষক ও জেলা রোভারের কোষাধ্যক্ষ এস এম রফিকুল আলম বকুল, মেহেরপুর সরকারি কলেজের শরীরচর্চা শিক্ষক ও জেলা রোভারের যুগ্ন সম্পাদক আলমগীর হোসেনসহ জেলা রোভারের কর্মকর্তা ও রোভার স্কাউটস সদস্যরা ছিলেন। বিকালে জেলা রোভারের পক্ষ থেকে সরকারি কলেজ মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ২৩ অক্টোবর সিলেটের লাক্কাতুরা চা বাগান সপ্তম জাতীয় রোভার মুট ও নবম এশিয়া প্যাসিফিক-এ অংশগ্রহণ করার লক্ষ্যে মেহেরপুরের একটি রোভার দল বাসযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেয়। রোভারদের বহন করা বাসটি মানিকগঞ্জের ধামরাই এলাকায় পৌঁছার পর সেখানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পতিত হয়। ওই সড়ক দুর্ঘটনায় মেহেরপুরের রোভার সদস্য জাভেদ ওসমান, মাসুম, মনিরুল, আমিনুল ও মাহফুজ নামের ৫ রোতার সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়।এ ঘটনার পর থেকে প্রতি বছর মেহেরপুর সহ সারাদেশে দিবসটি পালন করা হয়ে থাকে।

এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ২৪,২০২২//