মেহেরপুরের গাংনীতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৭ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ মারফত মন্ডল (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মারফত গাংনী উপজেলার গাঁড়াডোব গ্রামের মাঠপাড়ার মৃত এমাজ উদ্দীনের ছেলে।
রোববার (২৫ জুন), সকাল ৭ টার দিকে গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ডের ঈদগাঁহ পাড়া কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে মারফতকে আটক করা হয়।
র্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের কমান্ডার, সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নিয়ে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-মেহেরপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গাংনী পৌরসভার কাঁচাবাজার সংলগ্ন স্থানে অভিযান পরিচালনা করে মারফতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৭ কেজি ২’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। একইসাথে মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি ব্যাটারী চালিত পাখিভ্যান, ১ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৬’শ টাকা জব্দ করা হয়েছে।
সূত্র আরও জানায়, আটককৃত মারফত দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থা’র চোখ ফাঁকি দিয়ে পার্শ্ববর্তী এলাকা হতে নেশা জাতীয় মাদকদ্রব্য ক্রয় করে এনে তার নিজ এলাকাসহ আশেপাশের এলাকায় বিক্রয় করে এলাকার যুব সমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে।
আটককৃত আসামী মারফতকে পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ২৫,২০২৩//

Discussion about this post