মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর শহরের বিভিন্ন দেওয়াল নানা ধরনের গ্রাফিতিতে ভরে উঠেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর।
আজ শনিবার সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সরকারি মহিলা কলেজ, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দেওয়ালসহ শহরের গুরুত্বস্থান গুলোতে রং তুলির আচড়ে গ্রাফিতিতে তাৎপর্যপূর্ণ বিভিন্ন ধরনের স্লোগানে ও দেশের বিভিন্ন অসঙ্গতি ফুটিয়ে তুলেছে।
পরবর্তীতে মুজিবনগর উপজেলায় এই কার্যক্রম করার কথা বলেন তারা। “মেহেরপুর ভাবনা” নামের একটি সংগঠনের শিক্ষার্থীরা এই আয়োজন করে। এসময় সেখানে মেহেরপুর ভাবনা সংগঠনের প্রধান সমন্বয়কারী রাতুল আহমেদ, সভাপতি তানবীর আল মামুন, সাধারণ সম্পাদক সাকিল কায়েফ আদনান, শাওন, রাহুল খন ফায়দি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা আফরোজ সুষমিসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১১ আগষ্ট ২০২৪

Discussion about this post