Print Date & Time : 22 August 2025 Friday 4:44 pm

মেহেরপুরে শিক্ষক দিবস পালিত

“শিক্ষকদের হাত ধরেই শিক্ষাব্যবস্থার রূপান্তর শুরু ”এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভা ও র‍্যালীর মধ্য দিয়ে মেহেরপুরে শিক্ষক দিবস পালন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে মেহেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। মেহেরপুরে শিক্ষক দিবস উদযাপন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ আব্দুর রাজ্জাক।

সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল-আমিন এবং আতিয়া খন্দকারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন, মেহেরপুর জেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি আশরাফুজ্জামান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমূখ।

এর আগে দিবসটি পালন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদারের নেতৃত্বে র‍্যালীটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর সরকারি কলেজে গিয়ে শেষ হয়।

র‍্যালীতে অন্যদের মধ্যে মুক্তিযোদ্ধা আহাম্মদ আলী টেকনিক্যাল এন্ড বিএম কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক রফিকুল আলম বকুল, আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, আশরাফপুর দারুল সুন্নাত মাদ্রাসার শিক্ষক বরকতুল্লাহ, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলামসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুল,কলেজ ও মাদ্রাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

জা// দৈনিক দেশতথ্য, ২৭ অক্টোবর, ২০২২//