মেহেরপুর প্রতিনিধিঃ
বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সমর্থনে মেহেরপুরের গাংনী শহরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষক-কর্মচারী ও ছাত্রছাত্রীরা।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চলমান আন্দোলনের অংশ হিসেবে মেহেরপুর জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজগুলোতে পাঠদান বন্ধ রয়েছেন। এসব প্রতিষ্ঠানের অনেক শিক্ষক রয়েছেন ঢাকায় শহীদ মিনারে। বাকি শিক্ষকরা পাঠদান বন্ধ করে আজ মানববন্ধন করে তাদের দাবি পুনর্ব্যক্ত করেছেন।
মানবন্ধনে বক্তব্য রাখেন গাংনী উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমিতির সভাতি সৈয়দ জাকির হোসেন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবলু, ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান মোকাদ্দেস, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান, ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক হাসান আল নুরান।
শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।

Discussion about this post