উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির শিক্ষক-সুপারভাইজারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ মে), সকাল ১০ টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে মানব উন্নয়ন কেন্দ্র (মউক) হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মানব উন্নয়ন কেন্দ্র (মউক) আয়োজিত ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো মেহেরপুরের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, মেহেরপুরের সহকারী পরিচালক জিহাদুল ইসলাম জিহাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রকল্পের মুজিবনগর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার শিরিন আক্তার।
এসময় প্রকল্পের “শিখন” কেন্দ্রের বিভিন্ন তথ্য তুলে ধরে বক্তব্য রাখেন, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মুরাদ হোসেন।
উল্লেখ থাকে যে, মুজিবনগর উপজেলায় সুনামের সাথে উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। এ সুমান অক্ষুন্ন রাখতে
মুজিবনগর উপজেলার শিখন কেন্দ্রের শিক্ষকদের নিয়েই এ মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রের পাঠদান মুল্যায়ন ডকুমেন্টেশন অভিভাবকদের সচেতনতা বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা প্রোগ্রাম ম্যানেজার সাদ আহাম্মদ। সভায় মুজিবনগর উপজেলার ৬০ টি শিখন কেন্দ্রের ৬০ জন শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
এবি//দৈনিক দেশতথ্য //মে ২২,২০২৩//

Discussion about this post