মেহেরপুর কুষ্টিয়া সড়কে গাংনীর আকুবপুর নামক স্থানে বালু বোঝায় ড্রাম ট্রাকের সাথে মোটর সাইকেলের সংঘর্ষে সায়েম নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
আহত হয়েছে তার বন্ধু বকুল। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।দুর্ঘটনা কবলিত ট্রাকসহ চালক আলামিন ও হেলপার মারুফকে আটক করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তাজুল ইসলাম জানান, গাংনী উপজেলা মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামের হাসেম আলী বিশ্বাসের ছেলে স্থানীয় হাজি ভরস উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র সায়েম ও তার বন্ধু আনারুল ইলামের ছেলে বকুল মোটরসাইকেলযোগে খলিশাকুন্ডি যাচ্ছিলেন। আকুবপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বালু বোঝায় ড্রাম ট্রাকের (যার নং— ঢাকা মেট্রো ট— ১৩—২৪১২) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে দুজনই মারাত্মক জখম হয়। দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে বেলা ১১ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সায়েমের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করার পাশাপাশি ড্রাইভার ও হেলপারকে আটক করা হয়েছে। এরা হচ্ছে ড্রাইভার কুষ্টিয়ার জুগিয়া গ্রামের রওশন আলীরছেলে আলামিন ও হেলপার একই গ্রামের হোসেন আলীর ছেলে মারুফ।
ওসি আরো জানান, এখনও কেউ কোন অভিযোগ করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৪ নভেম্বর ২০২৩

Discussion about this post