Print Date & Time : 19 July 2025 Saturday 7:09 pm

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় দ্রুতগামী মটরসাইকেলের ধাক্কায় মন্টু মিয়া (৫০) নামের এক কৃষক নিহত ও মটরসাইকেল চালকসহ দুইজন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের তেরাইল নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মন্টু মিয়া ওলিনগর গ্রামের মৃত কাতর আলি ছেলে। আহত মোটরসাইকেল চালক ছাতিয়ান গ্রামের মকবুল হোসেনের ছেলে মোস্তাক হোসেন (২০) ও তার বন্ধু তেরাইল পূর্বপাড়ার রতন আলীর ছেলে রনি (১৮)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মন্টু মিয়া রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে রাস্তায় পড়ে গিয়ে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন। বাকি আহত দুইজনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।