মেহেরপুরে সড়ক দূর্ঘটনায় আহত নুর হোসেন মৃত্যুবরণ করেছেন। শুক্রবার ভোরের দিকে ঢাকার রামের হাসপাতালে নূর হোসেন মৃত্যুবরণ করেন। নিহত নূর হোসেন মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের আব্দুল মালেকের ছেলে।
গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আরাফাত রহমান নূর (১৮), সজিব(২০) ও মতিয়ার রহমান মতু (৩৫) নামের ৩ জন আহত হয়। তাদের উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করার পর।
তাদের মধ্যে আহত আরাফাত রহমান নূর এর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকা নেওয়ার পর ভোরের দিকে তার মৃত্যু হয়। শুক্রবার বাদ মাগরিব কলাইডাঙ্গা পুর্ব পাড়া কবরস্থানে তার দাফনকার্য সম্পন্ন হয়।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২৩//

Discussion about this post