মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেছেন, সমবায় মন্ত্রণালয়ের মাধ্যমে ১৫০০টা পরিবারকে সহায়তা করা হচ্ছে। ১৫০০টা পরিবার মানে একটি পরিবারের সাথে ৪জন করে জড়িত হলেও ৬ হাজার লোক এখানে থেকে প্রত্যক্ষ সুবিধা পাবে।
রবিবার সকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে দুগ্ধ ও মাংস উৎপাদনের মাধ্যমে যশোর ও মেহেরপুর জেলা সমবায় কার্যক্রম বিস্তৃতকরণ প্রকল্পে সুবিধাভোগী সদস্যদের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি সচিব পল্লী উন্নয়ন সমবায় বিভাগ মোঃ মশিউর রহমান, নিবন্ধক ও মহাপরিচালক সমবায় অধিদপ্তর ড. তরুণ কান্তি শিকদার।
এছাড়াও এসময় জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,খুলনা জেলা সমবায় কর্মকর্তা জসীম উদ্দিন,মেহেরপুর জেলা সমবায় কর্মকর্তা প্রভাষ চন্দ্র বালা,সহকারী প্রশিক্ষক রোকনুজ্জামান তুষার, প্রকল্প পরিচালক মোঃ মিজানুর রহমান,উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার সদর উপজেলার বিভিন্ন গ্রামের ২৫০ জনকে ১ লাখ ৫ হাজার টাকা করে মোট ২ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকার চেক ও ৮ জনের মাঝে ষাড় ও গাভি বিতরন করা হয়।

Discussion about this post