সাপের কামড়ে আকাশ (২০) নামের এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার(২১ জুলাই) দিবাগত রাতে বিষধর সাপে দংশন করে।
কলেজ ছাত্র আকাশ মেহেরপুরের গাংনী উপজেলার করমদী গ্রামের কুমার পাড়ার রহিদুল ইসলামের ছেলে ও স্থানীয় করমদী ডিগ্রি কলেজের ডিগ্রি ১ম বর্ষের ছাত্র।
আকাশের পরিবার সূত্রে জানা যায়, রাতে আকাশ তার নতুন ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতের কোন এক সময় সাপে দংশন করেলে, তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ওঝাঁ নিয়ে ঝাড়-ফু দিয়ে কোনে কাজ না হলে।
পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ২২ জুলাই ২০২৩