Print Date & Time : 17 July 2025 Thursday 10:57 pm

মেহেরপুরে স্ব‌স্তির বৃ‌ষ্টিতে প্রাণ ক‌রেছে শীতল

দীর্ঘ এক মাসেরও বেশি সময় পর মেহেরপুরে দেখা মিলেছে স্বস্তির বৃষ্টি। যদিও হালকা বৃষ্টি তারপরেও নিচে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। ‌ আজ শুক্রবার দুপুরে এক পশলা বৃষ্টিতে শীতল করে পরিবেশ।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শুক্রবার সকাল ৯ টায় এ অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াছি। তবে অন্যান্য দিনের প্রচন্ড গরম আর তাপদাহের কিছুটা ব্যতিক্রম ছিল। সকাল থেকেই আকাশে ঘন কালো মেঘ দেখা দেয়। আর দুপুরে জুম্মার নামাজের পরপরই দেখা মেলে কাঙ্ক্ষিত সেই স্বস্তির বৃষ্টি।

দীর্ঘ একমাস বৃষ্টি না থাকা এবং প্রকৃতিতে দাবদহ বাড়তে থাকায় অস্ব‌স্তি বাড়‌তে থা‌কে। এর সাথে কয়েকদিন থেকে যুক্ত হয় অতিমাত্রার লোডশেডিং। ফলে জনজীবনে নেমে আসে নানা বিপর্যয়। এরকম দু‌র্বিসহ প‌রি‌স্থি‌তির ম‌ধ্যে স্ব‌স্তির বৃ‌ষ্টি‌তে শীতল ক‌রে‌ছে প‌রি‌বে‌শ।

খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ৯ জুন ২০২৩