Print Date & Time : 25 August 2025 Monday 12:57 pm

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় জজ কোর্টের পেশকার নিহত

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জজ কোর্টের পেশকার ও সাবেক সাংবাদিক মোমিনুল সড়ক দুর্ঘটনায় নিহত
মেহেরপুর জেলা জজ আদালতের পেশকার (বেঞ্চ সহকারী) ও সাবেক সাংবাদিক মোমিনুল হক (৩৫) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

রবিবার সকাল সাড়ে নয়টার টার দিকে গাংনী উপজেলার চেঙ্গাড়াতে এ দুর্ঘটনা ঘটে। তিনি নিজ বাড়ি হোগলবাড়িয়া থেকে মোটরসাইকেল যোগে কর্মস্থল জেলা জজ আদালতে যাচ্ছিলেন। তিনি হোগলবাড়িয়া গ্রামের মৃত মারজুল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোমিনুল হক কোর্টে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে বাড়ি থেকে রওয়ানা দেন। পথিমধ্যে চেঙ্গাড়া বাজারের কাছে পৌছালে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এসময় পেছন থেকে আসা ইট বোঝাই শ্যালো ইঞ্জিন চালিত ট্রলির তাকে চাপা দেয়। গুরতর আহত অবস্থায় তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শাইলা শারমিন জানান, হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা গেছেন।

গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে অভিযোগ করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।