Print Date & Time : 5 August 2025 Tuesday 7:39 am

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর জেলার গাংনীত উপজেলার কবরস্থানের প্রাচীরের সাথে ধাক্কা লেগে রাকিবুল ইসলাম (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১১ টায় উপজেলার হিন্দা গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে। রাকিবুল ইসলাম হিন্দা গ্রামের আব্দুল বারীর ছেলে। এ ঘটনায় প্রবাসী বয়েন উদ্দীনের ছেলে মোটরসাইকেল মালিক, জনি আহত হয়েছে।

স্থানীয়রা জানায়, রাকিবুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে জনিকে সাথে নিয়ে হিন্দা পশ্চিমপাড়া থেকে কবরস্থানের পাশ দিয়ে পূর্বপাড়ার নিজ বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে কবরস্থানের পাশে পৌছালে প্রচীরের সাথে ধাক্কা লেগে তারা দুজন গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল ইসলামকে মৃত ঘোষনা করেন। এছাড়া আহতবস্থায় জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো: জাকির হোসেন।

গাংনী থানার ওসি মো: বজলুর রহমান জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যু’র ঘটনায় একটি অপমৃত্যু’র মামলা হবে।