মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর শহরের ওয়াদাপাড়ায় সেনাবাহিনী ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ১৩০ গ্রাম হেরোইনসহ এক মা ও তার ছেলেকে আটক করা হয়েছে। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—ওয়াদাপাড়ার নুরুন্নবীর স্ত্রী শিখা খাতুন (৪৫) এবং তাদের ছেলে জাহিদ হোসেন (২৫)। অভিযানে তাদের বাড়ি থেকে হেরোইনের পাশাপাশি নগদ ৬২ হাজার ৮৩০ টাকা এবং মাদক বিক্রির বিভিন্ন সরঞ্জামও উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিখা ও জাহিদ হেরোইন বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Discussion about this post