মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় একটি হোমিওপ্যাথি চিকিৎসা চেম্বার থেকে বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করেছে যৌথবাহিনী।
এ সময় চেম্বারের মালিক হোমিও ডাক্তার নিলুফার ইয়াসমিনকে আটক করা হয়। তিনি উপজেলার গাঁড়াডোব গ্রামের মৃত হাফিজ উদ্দীনের মেয়ে।
স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চিকিৎসার আড়ালে অ্যালকোহল বিক্রির অভিযোগ ছিল নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে।
আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলার যৌথবাহিনীর মাদকবিরোধী ট্রান্সফোর্স অভিযান চালিয়ে তার চেম্বার থেকে ১,১২২ বোতল অ্যালকোহল উদ্ধার করে, যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭০ হাজার টাকা।
অভিযানের নেতৃত্ব দেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিতম সাহা। তার সঙ্গে ছিলেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান, ২৭ আর্টিলারি রেজিমেন্টের সার্জেন্ট ফারুক হোসেন এবং গাংনী থানার একটি বিশেষ টিম।
অভিযানের সময় নিলুফার ইয়াসমিনের দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ির রান্নাঘর ও পরিত্যক্ত খড়ির ঘর থেকেও আরও বিপুল পরিমাণ অ্যালকোহল উদ্ধার করা হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটককৃত নিলুফার ইয়াসমিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হবে।

Discussion about this post