Print Date & Time : 14 May 2025 Wednesday 5:19 pm

মেহেরপুরে ১০ কেজি গাঁজাসহ আটক ১

নিজস্ব প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ১০ কেজি গাঁজাসহ নাঈম ইসলাম (১৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ জুন), ভোর ৪টার দিকে তাকে আটক করে। আটককৃত নাঈম ইসলাম কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মোশাউড়া গ্রামের বাবর আলীর ছেলে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়ীয়া-ভবানীপুর গ্রামে ভবানীপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই আশরাফ আলীর নেতৃত্বে অভিযানে ০ কেজি গাঁজাসহ নাঈম ইসলামকে আটক করে।
আটককৃত নাঈম ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা পূর্বক জেলা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

দৈনিক দেশতথ্য//এল//