Print Date & Time : 2 July 2025 Wednesday 8:59 pm

মেহেরপুরে ১৫ বিঘা জমির কলা-গাছ কেটে তসরুপ।

মেহেরপুরে রাতের আঁধারে প্রায় ১৫ বিঘা জমির কলাগাছ কেটে সাবার করেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের শ্রীগাড়ি মাঠে কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।

এতে কৃষকদের প্রায় ৮-১০ লক্ষ টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা ।

জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের শুকুর আলীর ছেলে জসীম, নিজাম উদ্দিনের ছেলে আপজেল, জামাল হোসেনের ছেলে আবুল হাশেম, আব্দুস সামাদের ছেলে আনাস, তেতুলের ছেলে আব্দুর রাজ্জাক, ভেতুর ছেলে তুফান, জামাত আলী ছেলে আবুল কাশেম বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি লিজ নিয়ে শ্রীগাড়ির মাঠে কলার চাষ করেন।

সরেজমিন দেখা গেছে, কোন কলার কান্দি কাটার সময় হয়ে গেছে। কোনটা সবেমাত্র কাঁদি পড়েছে। রাতের আঁধারে দুর্বৃত্তরা ওই সমস্ত কলাগাছ ও কলা কেটে কুচি কুচি করে জমিতে ফেলে রেখে চলে যায়। সকালে জমির মালিকরা মাঠে কাজ করতে এসে কলার এ অবস্থা দেখে অনেকে কান্নায় ভেঙ্গে পড়ে।

খবর পেয়ে সকালে জেলা কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা তসরুপ কৃত কলার জমি পরিদর্শন করেন।

এবি//দৈনিক দেশতথ্য//সেপ্টম্বর ২০,২০২২//