মেহেরপুরের আম না হলে যেন মধু মাস মানায়-ই না। আমের জন্য রাজশাহী বিখ্যাত হলেও বিগত বছরগুলোতে মেহেরপুরের আমের চাহিদা ও খ্যাতি সারাদেশব্যাপী লক্ষ্য করা গেছে। চলতি মৌসুমে মেহেরপুর জেলায় আম ভাঙ্গার সূচি ঘোষণা করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে কখন কোন আম ভাঙ্গা হবে সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।
ঘোষিত সুচি অনুযায়ী স্থানীয় জাত / আঁটির আম ভাঙ্গা শুরু হবে ১৫ মে থেকে। একইদিন থেকে বোম্বাই আম ভাঙ্গা হবে। ১৮ই মে থেকে গোপালভোগ। ২৫ মে থেকে হিমসাগর। ২৮ মে থেকে ল্যাংড়া। ৫ জুন থেকে আম্রপালী। ১০ জুন থেকে মল্লিকা। ২০ জুন থেকে ফজলী। ১৫ জুলাই থেকে বিশ্বনাথ, বারি আম -৪ এবং আশ্বিনা আম ভাঙ্গা হবে।
উল্লেখ্য, গত ৮ মে মেহেরপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে চলতি মৌসুমে আম সংগ্রহ ও আম ভাঙ্গা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মেহেরপুর জেলায় চলতি মৌসুমে ১৫ মে থেকে আম ভাঙ্গা শুরু হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post