Print Date & Time : 12 May 2025 Monday 12:59 pm

মেহেরপুরে ৩ ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে শহরের বড়বাজার এলাকার মেয়াদোত্তীর্ণ মালামাল, অবৈধ বিদেশী মালামাল, মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখার অভিযোগে ৩ প্রতিষ্ঠান মালিকের নিকট থেকে ৩৫ হাজার টাকা জরিমান ।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরের দিকে এই অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে শহরের কাথুলী বাস স্ট্যান্ড এলাকায় সোনিয়া স্টোরে অভিযান চালিয়ে সেখানে মেয়াদোত্তীর্ণ মালামাল, অবৈধ বিদেশী মালামাল থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর আগে একই এলাকার ঈশান ইমন ফার্মেসিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ঔষধ ও নিষিদ্ধ ঔষধের স্যাম্পল পাওয়াই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫১ ধারায় ঈশান ইমন ফার্মেসীর মালিক বাবর আলীকে ১৫ হাজার টাকা জরিমান করা হয়।

খালিদ সাইফুল/দৈনিক দেশতথ্য