Print Date & Time : 2 July 2025 Wednesday 1:00 pm

মেহেরপুরে ৫ জন অনলাইন জুয়াড়ী আটক

মেহেরপুরে অনলাইন জুয়ার সাথে জড়িত সজিব খানসহ ৫ জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ এবং এন্টি সাইবার ক্রাইম পুলিশের একটি দল।

পুলিশ জানিয়েছে, আটক সজিব অনলাইন জুয়ার মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত। অন্যরা তার সহয়োগী অনলাইন জুয়ার সাব এজেন্ট হিসেবে যুক্ত। তাদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা সহ খেলায় ব্যবহৃত দামী মোবাইল ফোন, বিভিন্ন মোবাইল কম্পানীর এজেন্ট সিমকার্ড এবং অনলাইন জুয়ার সাইট এ্যাপস ও টাকা লেনদেনের এ্যাপস জব্দ করা হয়।

মেহেরপুর গোয়েন্দা পুলিশের ওসি সাইফুল ইসলাম জানান, রবিবার শ্যামপুর গ্রাম থেকে  সজিব খানকে আটক করা হয়।  পরে মেহেরপুর শহরের পৌর কলেজের পাশে এবি ক্যাফে হাউজে অভিযান চালিয়ে মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের জাহাঙ্গীর আলম, সাইদুর রহমান, রফিকুল ইসলাম এবং পিরোজপুর গ্রামের সুমন খন্দকারকে আটক করে।

পুলিশ এ পর্যন্ত অনলাইন জুয়ার সাথে যুক্ত ২৬ জনের অধিক সদস্যকে আটক করে ডিজিটাল সিকিউরিটি এ্যাক্টে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।

বা// দৈনিক দেশতথ্য// ১৫ নভেম্বর//