গাংনী (কুষ্টিয়া) প্রতিনিধিঃ মেহেরপুরে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৮ জুন), সকালে তাদের মেহেরপুর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত মধ্যরাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামির মধ্যে জিআর মামলায় আদালতের পরোয়ানা ভুক্ত ২ জন ও নিয়মিত মামলার ৪ জন।
মেহেরপুর সদর থানার ওসি শাহ দারা খান ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এর নেতৃত্বে পুলিশের পৃথক টিম গ্রেফতার অভিযানে অংশ নেন।
মেহেরপুর পুলিশ কনট্রোল রুম এ তথ্য নিশ্চিত করেছেন।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post