মেহেরপুর প্রতিনিধি : ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা পরিবহন, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস, আলগামন নসিমনসহ বেশ কয়েকটি গাড়িতে প্রায় ঘন্টা ব্যাপি ডাকাতের ঘটনা ঘটেছে।
ঘটনাটি শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মেহেরপুর কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গাংনীর অংশের আকুবপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
ডাকাতদের হামলায় শ্যামলী পরিবহনের চালক ও চালকের সহকারি আহত হয়েছে।
ডাকাতের কবলে পড়া শ্যামলী পরিবহনের যাত্রী হাফিজুর রহমান জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহন, অ্যাম্বুলেন্স, হাইস, মাইক্রোবাস, আলগামন নসিমনসহ বেশ কয়েকটি গাড়ির গতিরোধ করে ডাকাত দলের সদস্যরা।
২০-২৫ জনের ডাকাত দলের সদস্যরা ৬-৮ গাড়িতে ডাকাতি করে প্রায় ২০-২৫ জন পথচারীর টাকা পয়সা সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে গেছে।
তিনি আরো বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক শ্যামলী গাড়িতে ভেতরে প্রবেশ করতে চাই। চালক মুস্তাফিজুর রহমান স্বপন ও তার সহকারি বাধা প্রদান করে। একপর্যায়ে জোরপূর্বক গাড়ির দরজা খুলে ভেতরে প্রবেশ করে শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং চালকের সহকারীকে পিটিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে নিয়ে আসলে অবস্থার অবনতি হওয়ায় মেহেরপুর জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক রেফার্ড করে, সেখানে অবস্থার অবনতি হলে চালক স্বপনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করা হয়।
শ্যামলী পরিবহনের চালক মোস্তাফিজুর রহমান স্বপনের ভাই হাফিজুল ইসলাম জানান, ডাকাতদলের সদস্যরা স্বপনের মুখ থেকে নাক বরাবর ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে।
গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান,খবর পাওয়ার পরে পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের আটকে পুলিশ তৎপরতা শুরু করেছে।
হা/04/1024 dtbangla