মেহেরপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২২ -২৩ এর আওতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল দুপুরের দিকে মেহেরপুরের গাংনী উপজেলার বাওট বাধাগ্রস্ত শিশু বিদ্যালয় এই ক্রীড়া উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা তুলসী কুমার পাল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।এর আগে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জা//দৈনিক দেশতথ্য// ২৬ অক্টোবর, ২০২২//