মামুন নূর উদ্দিন মিয়া, মেহেরপুর: মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার রাফিউল আলম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ জমির মোঃ হাসিবুস ছাত্তার, আরএমও ডাঃ মুখলেসুর রহমান, পি পি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আব্দুল হালিম, ডাঃ তাহের সিদ্দিকী, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, মেহেরপুর জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল প্রমুখ।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post