মামুন নূর উদ্দিন, মেহেরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: মেহেরপুর জেলার ইনোভেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২১ আগস্ট) সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মেহেরপুর জেলার মাসিক ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, অতিরিক্ত পুলিশ সুপার অপু সারোয়ার, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, মেহেরপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক জাহিদ হোসেন, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক কে এম শাহীন কবীর, সদর উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ ওবায়দুল্লাহ, মুজিবনগর উপজেলা নির্বাহি কর্মকর্তা সুজন সরকার, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলোক কুমার দাসসহ জেলা পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
দৈনিক দেশতথ্য//এল//