Print Date & Time : 13 May 2025 Tuesday 11:12 pm

মেহেরপুর জেলা পরিষদের ১ম বর্ষপূর্তি উদযাপন

মেহেরপুর জেলা পরিষদের ১ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৫ নভেম্বর ) সকালে  জেলা পরিষদের আয়োজনে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এ বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

মেহেরপুর জেলা পরিষদ মহিলা সংরক্ষিত  আসনের সদস্য মোছাঃসাহানা ইসলাম শান্তনার সঞ্চালনায়   অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা   পরিষদের চেয়ারম্যান এডভোকেট আব্দুস সালাম। 

এ সময় অনুষ্ঠানে  বক্তব্য রাখেন  মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান, মেহেরপুর স্থানীয় সরকার উপপরিচালক শামীম হোসেন, মেহেরপুর জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিন,জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম সেপু, সাহারবাটি ইউনিয়ন চেয়ারম্যান  মশিউর রহমান, কাজীপুর ইউনিয়ন  চেয়ারম্যান আলম হোসাইন সহ বিভিন্ন মহিলা ও পুরুষ  মেম্বারগণ উপস্থিত ছিলেন। 

খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৫ নভেম্বর  ২০২৩