Print Date & Time : 8 July 2025 Tuesday 12:26 pm

মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস সালাম

মেহেরপুর জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলেন অ্যাডভোকেট আব্দুস সালাম। আওয়ামী লীগ মনোনীত এই প্রার্থী বিপুল ভোটের ব্যবধানে সাবেক চেয়ারম্যানকে পরাজিত করেছেন। আজ সোমবার (১৭ অক্টোবর) দুপুরে ভোট গণনা শেষে বেসরকারি এ ফলাফল ঘোষণা করা হয়।

অবাধ, সুষ্ঠ’ ও নিরপেক্ষ পরিবেশের মধ্য দিয়ে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন ভোটাররা।

আব্দুস সালাম (কাপ-পিরিচ) ১৭৬ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দী সদ্য সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গোলাম রসুল (আনারস) পেয়েছেন ১১৫ ভোট। এ নির্বাচনে তিনটি উপজেলায় তিনটি ভোট কেন্দ্রে ২৯৩ জন ভোটারের মধ্যে শতভাগ ভোট পোল হয়েছে।

আব্দুস সালাম কাপ-পিরিচ প্রতীকে ১৭৬ ভোটের মধ্যে সদর ভোট কেন্দ্রে ৫৬ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৮৪ ভোট এবং মুজিবনগর কেন্দ্রে ৩৬ ভোট পেয়েছেন।

একমাত্র প্রতিদ্বন্দী গোলাম রসুল আনারস প্রতীকে ১১৫ ভোটের মধ্যে মেহেরপুর সদর ভোট কেন্দ্রে ৪৮ ভোট, গাংনী ভোট কেন্দ্রে ৪৮ এবং মুজিবনগর ভোট কেন্দ্রে ১৯ ভোট পেয়েছেন।

জা//দৈনিক দেশতথ্য//১৮ অক্টোবর ২০২২//