
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন আর মাত্র এক সপ্তাহ বাকী। এ নির্বাচনে জেলার গাংনী উপজেলার ১০ নং ওয়ার্ড থেকে আবারাে নির্বাচনে অংশগ্রহণ করেছেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের একাধিক বারের নির্বাচিত সদস্য মজিরুল ইসলাম। নির্বাচন উপলক্ষে তিনি ভােটারদের দ্বারে দ্বারে ঘুরছেন।
প্রার্থী মজিরুল ইসলাম জানান,জেলার গাংনী এলাকার ১০ নং ওয়ার্ড থেকে একাধিক প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। আসলে,নির্বাচনে অংশগ্রহণ করা সবারই অধিকার রয়েছে। ভােটাররা যাকে যােগ্য মনে করবে। তাকেই নির্বাচিত করবে। আমি একাধিকবার এ ওয়ার্ড থেকে সদস্য নির্বাচিত হয়েছি। ১০ নং ওয়ার্ডের অধীন্থ এলাকায় আমি ইতােমধ্যে সেবা দেয়ার চেষ্টা করেছি। এমনকি সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। গাংনী পৌর এলাকারসহ ১০ নং ওয়ার্ডের সকল এলাকায় উন্নয়নে আমি জীবন বাজি রেখে কাজ করে যাবাে। গত দুইবারের নির্বাচনে ভােটাররা আমাকে যেভাবে ভালােবাসা দিয়েছেন। আশা করি এবারও সে ভালােবাসা পাবাে। কারণ,আমি রাজনীতি করি জনগণের সেবা দেবার লক্ষ্য নিয়ে।
এবি//দৈনিক দেশতথ্য//অক্টোবর ১০,২০২২//