মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষের বিরুদ্ধে সাধারণ কৃষকদের কাছ থেকে অর্ধ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি বিনামূল্যে ট্রান্সফরমার সরবরাহের নামে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন।
স্থানীয় ভুক্তভোগীরা জানান, গত চার মাসে বামুন্দি ও গাংনী অফিসের মাধ্যমে ৮৫টি ট্রান্সফরমার বিতরণ করা হলেও প্রতিটির জন্য ৩০-৩৫ হাজার টাকা করে নেওয়া হয়েছে। এসব টাকার ভাগ নেন সংশ্লিষ্ট কিছু ঠিকাদার ও কর্মকর্তারা। এছাড়া, অবৈধভাবে সংযোগ প্রদান, শিল্প গ্রাহকদের হয়রানি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে।
এজিএম জেরিনসহ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অফিসের ভেতরে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া গেছে। গ্রাহকদের দাবি, বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
এজিএম (ওএন্ডএম), বামুন্দি সাব জোনাল অফিস হানিফ রেজা জানান, আমার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ মিথ্যা। আমি ১০০% শিউর কোন গ্রাহকের কাছ থেকে আমি কোন পোকার অবৈধ অর্থ লেনদেন করিনি ।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) স্বদেশ কুমার ঘোষ জানান, অর্ধ কোটি টাকার আত্মসাথের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির এ অভিযোগের কোন সম্পর্ক নেই। তবে কাজ করতে হলে কিছু ভুল ত্রুটি থাকবেই। সামনে যাতে এগুলো না হয় সেদিকে ব্যবস্থা নিবেন বলেও আশ্বস্ত করেন তিনি।