আব্দুল আলিম, মেহেরপুর : আগামীকাল মেহেরপুর পৌরসভা ও সদর উপজেলার ৪ টি ইউনিয়ন পিরষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রাত ১২ টা থেকে প্রচারর প্রচারণা বন্ধ। আজ দুপুর থেকে মেহেরপুর সরকারী কলেজ থেকে নির্বাচনি সামগ্রী ইভিএম মেশিনসহ কেন্দ্র কেন্দ্র বিতরণ করা হচ্ছে। বিকেলর মধ্যে ৬৩ টি কেন্দ্রে এসব সরঞ্জাম পৌঁছে যাবে। জেলা নির্বাচন অফিসার আবু আনছার উপস্থিত থিকে ভোটের সরঞ্জাম প্রিজাইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহীনির হাতে ভোটের সরঞ্জাম তুলে দিয়েছেন।
নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, মেহেরপুর পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ২০২জন। এদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৯৮৪জন ও নারী ভোটার সংখ্যা ১৮ হাজার ২১৮জন। এছাড়াও চার ইউনিয়নের মধ্যে আমঝুপিতে মোট ২৮ হাজার ৭৪৩,পিরোজপুর,১৯ হাজার ২৩৭,নবগঠিত শ্যামপুর-১৭ হাজার ৩৭৮ এবং বারাদি ইউনিয়নে ১৯ হাজার ৪২৮জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনপ্রনিধি নির্বাচিত করবেন। সুত্র আরো জানায়, ৬৩ কেন্দ্রে ভোট গ্রহন করা হবে।
জেল নির্বাচন আবু আনছার বলেন, ইভিএম এর মাধ্যমে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন। কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র নয় প্রতিটি কেন্দ্র হিসেবে চিহ্নত করা হয়েছে। পর্যাপ্ত পরিমান পুলিশ, র্যাব, বিজিবি ও আনছার সদস্য কেন্দৃগুলোতে মোতায়েন করা হয়েছে। যাতে ভোট গ্রহণে কোন প্রকারেই বিচ্ছিন্ন ঘটনা না ঘটে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post