Print Date & Time : 12 May 2025 Monday 3:16 pm

মেহেরপুর মুক্ত দিবস পালিত

মাহাবুল ইসলাম, মেহেরপুরঃ আজ ৬ ডিসেম্বর। মেহেরপুর মুক্ত দিবস। মুক্তিবাহীনির প্রবল প্রতিরোধের মুখে টিকতে না পেরে এ দিন এ জেলা ছেড়ে পালিয়ে যায় পাক হানার বাহীনি। মুক্ত হয় মেহেরপুর। নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হচ্ছে দিনটি।

আজ মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকাল ১০ টার সময় শহরের কলেজমোড়ে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পার্ঘের মধ্য দিয়ে জাতীর শ্রেষ্ট সন্তানদের স্মরণ করে জেলা প্রশাসন, জেলা পরিষদ ও মুক্তিযোদ্ধারা। শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মালেকসহ জেলার সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে গিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশতথ্য//এসএইচ//