মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চালক ও হেলপার নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের মেহেরপুর সদর উপজেলার পুরাতন দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ট্রাক চালক পাবনা জেলার সাথিয়া উপজেলার সলদানাচর গ্রামের হাসেম ব্যাপারীর ছেলে শাহাদত হোসেন (৪৫) ও ট্রাকের হেলপারএকই এলাকার নাগডেমরা গ্রামের মোজাহার আলীর ছেলে ফারুক হোসেন (৪২)।
স্থানীয়রা জানায়,চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি মিনিট্রাক নিয়ন্ত্রন হারিয়ে পুরাতন দরবেশপুরে রাস্তার পাশে দাঁড়ানো একটি সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের (ট্রাক) পিছনে ধাক্কা দেয়। এসময়মিনি ট্রাকটির সামনের অংশ দুমড়িয়ে মুচকে যায়। ঘটনাস্থলেই চালক ও হেলপর দু’জন নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে ট্রাক কেটে চালক ও তার সহকারীকে উদ্ধার করে হাসপাতালে নেন। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।
এবি//দৈনিক দেশতথ্য//মার্চ ২৪,২০২২//