মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সরকারি কলেজের পুকুর থেকে আজ মঙ্গলবার (১৯/০৪/২২) সকাল ৯টার দিকে মুলিমা খাতুন(৪০) নামের এক নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। নিহত নারী মুসলিমা খাতুন মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়া জিয়ারুল ইসলামের স্ত্রী ও একই এলাকার আব্দুল মালিকের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুসলিমা খাতুন বিভিন্ন সময় বিভিন্ন তামাক কোম্পানির ডে লেবার হিসেবে কাজ করতো। মুসলিমা খাতুন গত দুইদিন আগে নিখোঁজ হয়। পুকুরপাড়ে টাকা পয়সা ও গুল পড়ে আছে এবং পুকুরের মধ্যে লাশ ভাসছে এমন সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় জনতা ভিড় জমাতে শুরু করে। পরিবারের লোকজন এসে মুসলিমের লাশ শনাক্ত করে।
মেহেরপুর সদর থানার ওসির শাহ-দারা-খান পিপিএম জানান, লাশ উদ্ধারের ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
দৈনিক দেশতথ্য//এল//

Discussion about this post