Print Date & Time : 8 May 2025 Thursday 9:28 pm

মেহেরপুর সীমান্তে বিজিবি-বিএসএফ’র সৌজন্য সাক্ষাৎ

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সীমান্তে বিজিবি ও বিএসএফ-এর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে মেহেরপুর সদর উপজেলার ইছাখালি সীমান্তে মেইন পিলার ১২৪-এর নিকট ভারতের নব চন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসানের নেতৃত্বে ৯ সদস্যের প্রতিনিধি দল এবং ভারতের ৫৬ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী বিনয় কুমারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশগ্রহণ করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধ, যৌথ টহল পরিচালনা এবং গোয়েন্দা তথ্য বিনিময় সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়।

ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শুরু হওয়া এই সভা শেষে উভয় পক্ষ মেইন পিলার ১২৪ এবং এর আশপাশের অন্যান্য পিলারসমূহ যৌথভাবে পায়ে হেঁটে পরিদর্শন করেন।

স্থানীয় পর্যায়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতা বৃদ্ধিতে এই ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন দুই বাহিনীর কর্মকর্তারা।