মামুন নূর উদ্দিন, মেহেরপুরঃ ইম্প্যাক্ট ফাউন্ডেশনের উদ্যোগে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরের দিকে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করা হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন এবং ফিতা কেটে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ রাফিউল আলম, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সিইও হাসিব মাহমুদ। বক্তব্য রাখেন ইম্প্যাক্ট ফাউন্ডেশনের প্রশাসক শফিকুল ইসলাম।
এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজে এসে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। এসময় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের বিএম কলেজের গার্ল গাইডস এর একটি চৌকস দল প্রতিমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করেন। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্যারেড পরিদর্শন এবং সালাম গ্রহণ করেন। পরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন নাম ফলক উন্মোচন এবং ফিতা কেটে পানির আর্সেনিক এবং আয়রন মুক্তকরণ স্থাপনার উদ্বোধন করেন।
দৈনিক দেশতথ্য//এল//