Print Date & Time : 5 July 2025 Saturday 10:46 pm

মেহেরপুর হাসপাতাল থেকে পকেটমার আটক

মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা আবুল কাশেম নামের এক রোগীর পকেট থেকে টাকা নিয়ে পালানোর সময় আশিক নামের এক পকেটমারকে আটক করেছে স্থানীয় জনতা।

বুধবার (২ নভেম্বর) দুপুরের দিকে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে। মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের আব্দুল ছাত্তারের ছেলে আবুল কাশেম মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে টিকিট কাউন্টারে টিকিট কাটার সময় সদর উপজেলার রাজনগর গ্রামের কাসেদ আলীর ছেলে আশিক বৃদ্ধ’র পকেট থেকে ১ হাজার ৯৫০ টাকা পকেট মেরে পালানোর চেষ্টা করে। এসময় বৃদ্ধ’র চিৎকার শুনে স্থানীয় লোকজন পকেটমারকে আটক করে পিটুনি দিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।

এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ০২,২০২২//