Print Date & Time : 1 August 2025 Friday 11:25 pm

মেহেরপুর-২ আসনে ডা. সাগর বিজয়ী

মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী ডা.এ,এস,এম নাজমুল হক সাগর (নৌকা) প্রতীক নিয়ে ২৩ হাজার ১৩৫ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭২ হাজার ৭২৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন (ট্রাক) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৯ হাজার ৫৯৩ ভোট।

এ আসনে ভোটার সংখ্যা ২ লক্ষ ৫৫ হাজার ৯২৯। ভোট প্রদানের হার ৪৮ ভাগ। এবার আসনটিতে প্রার্থী ছিলেন সাত জন। তবে মূল প্রতিদ্বন্দীতা হয় আওয়ামী লীগ এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। অন্য দলের প্রার্থীদের জামানত বাজেয়াপ্ত হতে পারে বলে জানা গেছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট প্রদান করতে পেরে ভোটাররা সন্তোষ প্রকাশ করেন।

এবি//দৈনিক দেশতথ্য//জানুয়ারী ০৭,২০২৪//