আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-২ (গাংনী) আসনে চলছে নির্বাচনী আমেজ। শহর, গ্রাম ও পাড়া-মহল্লায় পোষ্টার লিফলেটে ছেয়ে গেছে। চায়ের দোকানে চলছে বিভিন্ন প্রার্থীর পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা। রাস্তা ঘাটে মাইকিংয়ে সরগরম পুরো আসনটি।
মেহেরপুরে-২ (গাংনী) আসনে এবার মোট প্রার্থীর সংখ্যা ৭ জন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ডা.এ,এস,এম নাজমুল হক সাগর (নৌকা) মার্কা পেয়েছেন।
আসনটিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে আছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন লড়ছেন (ট্রাক) মার্কা প্রতীক নিয়ে, এছাড়াও তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল গণি (সোনালী আঁশ) মার্কা, জাতীয় পার্টির দলীয় প্রার্থী কেতাব আলী (লাঙ্গল) মার্কা, এনপিপির দলীয় প্রার্থী গোলাম রসুল (আম) মার্কা, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোট এর মো: শাহাজামাল (ছড়ি) মার্কা এবং বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী আল ফারুক লড়ছেন (ডাব) মার্কা নিয়ে।
মেহেরপুর-২ আসনটির মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে দেখা যায় এখন পর্যন্ত জনগনের আলোচনায় নৌকা মার্কা সর্বোচ্চ অবস্থানে আছেন।
উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জে জনগণের কাছে নির্বাচনের ব্যাপারে জানতে চাইলে তারা জানান, বর্তমান নির্বাচনে যেসব প্রার্থী রয়েছেন তাদের মধ্যে যোগ্য হিসেবে নৌকা মার্কার প্রার্থীকে তারা ভোট দিবেন। কেন ভোট দিবেন জানতে চাইলে তারা জানান, নৌকার মনোনীত প্রার্থী ডা. সাগর একজন উচ্চশিক্ষিত মানুষ এবং তিনি একজন চিকিৎসক হওয়ায় অবশ্যই তিনার ভিতর মানবিক গুনাবলি রয়েছে। আমরা এমন একজন সৎ, যোগ্য, নম্র, ভদ্র ও মানবিক মামুষকেই গাংনীর মাটিতে এমপি হিসেবে দেখতে চাই। তিনারা আরো বলেন, চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং আধুনিক সমৃদ্ধ স্মার্ট গাংনী গড়ার লক্ষ্যে নৌকার কোন বিকল্প নেই।
এদিকে ট্রাক মার্কার পক্ষেও কিছু কিছু এলাকায় আলোচনা করতে দেখা যাচ্ছে। সে হিসেবে নৌকা এবং ট্রাক মার্কার মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে বলে মনে করছেন এই উপজেলার সাধারণ জনগণ।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১ জানুয়ারি ২০২৪