মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র ক্রয় করেছেন সম্ভাব্য পাঁচ প্রার্থী। শনিবার রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় মনোনয়ন প্রত্যাশীরা।
এরা হলেন-বর্তমান সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনীর সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুল এবং জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নাজমুল হক সাগর।
শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়। দলীয় প্রধান ও প্রধামন্ত্রী শেখ হাসিনা এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আগামী ২১ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে। এর পরেই কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চুড়ান্ত হবে আসন ভিত্তিক কে পাচ্ছেন নৌকা প্রতীক তাঁর নাম।
মেহেরপুর-২ আসনে আরও বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থী রয়েছেন। যাঁরা আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। প্রথম দিন পাঁচ জনের মনোনয়নপত্র সংগ্রহের খবর পাওয়া গেছে। তবে রবিবার ও পরবর্তী দিনগুলোতে মনোনয়নপত্র সংগ্রহকারী সম্ভাব্য প্রার্থীদের সংখ্যা আরও বাড়বে বলে জানা গেছে।
এবি//দৈনিক দেশতথ্য//নভেম্বর ১৭,২০২৩//

Discussion about this post