Print Date & Time : 1 August 2025 Friday 11:32 pm

মেহেরপুর ৩৪তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর ৩৪ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১ অক্টোবর ) সকালে ১০টার সময় জেলা প্রশাসক ও সমাজসেবা কার্যালয় এর আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুর  জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়।

র‍্যালি শেষেমেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মেহেরপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান,  মেহেরপুরের সিভিল সার্জন অফিসার মহী উদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি আবুল কালাম, মেহেরপুর জেলা প্রবীণ হিতৈষী সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম,সহ সাংবাদিক  ও বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

হা/01/1024 dtbangla