সরিষাবাড়ি, জামালপুর: সাতপোয়া মধ্যে পাড়া আমিনুল ইসলামের মেঝো ছেলে সাইফুল ইসলাম এর সাথে পোগলদিঘা ইউনিয়নের পলশিয়া গ্রামে বর্তমানে সরিষাবাড়ি পোস্ট অফিসের পাশে বাসা ভাড়া থাকেন মোঃ গোলাপ মিয়ার মেয়ে সুমাইয়ার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ।
গোলাপ মিয়া একজন ঋণ গ্রস্থ লোক এবং তার ঋণ সমূহের চাপে বিভিন্ন ভাবে টাকা ও ছেলে পক্ষের গহনা বিয়ের পর থেকেই হাতিয়ে নেওয়ার চেষ্টা করতে ছিল । এমতাঅবস্থায় সে তার মেয়ের দেন মহর এর উল্লেখিত ৫লক্ষ টাকা নেওয়ার জন্য বিবাহ বিচ্ছেদের চেষ্টা করে ও চাপ দেয় । কিন্তু কনে এই বিষয়ে বরের পক্ষে থাকায় মেয়েকেও নানা ধরনের ভয় ভীতি দেখায় এবং বিষয়টি জামাই জানলে জামাই ও শ্বশুড়ের মধ্যে ঝগড়া বিবাদ হয় । তার জের ধরে আজ আনুমানিক বিকাল ৪টার দিকে শ্বশুড় গোলাপ মিয়া তার ছেলে সুজয় সহ কয়েকজন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে জামাইয়ের বাড়িতে হামলা করে এবং মেয়েকে বাড়ি থেকে উঠিয়ে নেওয়ার চেষ্টা করে । এসময় জামাই ও তার মা বাধা দিতে গেলে তাদেরকে মেরে রক্তাক্ত করে । পরে চিৎকার চেচামেচি শুনে এলাকার মানুষ জমায়েত হলে সেখান থেকে তারা পালিয়ে যায় ।
দৈনিক দেশতথ্য// এইচ//