সুদীপ্ত শাহীন, লালমনিরহাট: ৮ ম শ্রেণির শিক্ষার্থী খাদিজা বেগম জান্নাতি (১৬) এক মাস আগে ঢাকায় চাচা বাড়িতে বেড়াতে গিয়েছিল।
আজ বৃহস্পতিবার ৮ ডিসেম্বর ভোরে বাড়িতে এসে নিজেকে কিশোর দাবি করেছে।
পরিবারের স্বজনরা তার নাম রেখেছে মোঃ ইউসুফ আলী(১৬)। এই ঘটনাটি কে অলৌকিক প্রচার হওয়ায় এক নজর দেখতে শতশত মানুষ বাড়িতে ভীড় করছে। ঘটনাটি ঘটেছে জেলার আদিতমারী উপজেলার দূর্গাপুর ইউপির দিগলটারি গ্রামে।
চাচি সারিরুন নাহার আশা জানান, সে মাজারে মাজারে ঘুরতে গিয়ে ছিল ঢাকায় বসবাসরত চাচা শাহীন আলীর সাথে। চাচা একজন সিএনজির গাড়ির ব্যবসায়ী। তার বাড়িতে এক মাস আগে খোদেজা বেগম জান্নাতি গিয়ে ছিল। মাজারে ঘুরতে গিয়ে তার শারীরিক পরিবর্তন আসে। তাই আজ বৃহস্পতিবার ভোরে বাড়িতে এসেছে। শিশুকাল হতে ৮ ম শ্রেণি পর্যন্ত কন্যা হিসেবে বেড়ে উঠেছে। স্থানীয় দাখিল মাদ্রাসায় ৮ ম শ্রেণিতে পড়ত। কামরুজ্জামান ও পারভীন দম্পতির দুই ছেলে, দুই মেয়ে। সে ছিল তৃতীয় সন্তান। এক নজর দেখতে শতশত মানুষ বাড়িতে ঢল নেমেছে। এদিকে বাড়ির পাশে ১টি ওয়াজ মাহফিলে রাতে পুরুষে রূপান্তরিত জান্নাতি বক্তব্য রাখবে বলে প্রচার করছে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post